আপনার বিবেকের কাছে কিছু প্রশ্ন? ইসলামিক প্রশ্নোত্তর

আপনার বিবেকের কাছে কিছু প্রশ্ন
আপনার বিবেকের কাছে কিছু প্রশ্ন? কেন মুসলমান হয়েও বাস্তব জীবনে এমন ভুল করি। এই প্রশ্ন গুলো আপনার বিবেরক কাছে করুনতো কি বলে আপনার বিবেক।

★ আপনার বিয়ের গোসল অন্যদের দিয়ে করাতে হবে কেন?
আপনি কী মরেছেন?

★ গোসলের পর মেয়েকে কোলে করে আনতে হবে কেন?
তার কি পা নেই?

★ বর মুখে রুমাল দিবে কেন? লজ্জা বেশি? পুরুষ হয়ে এতই লজ্জা !
আপনাকে বিয়ে করতে কে বলেছে?

★ বরকে হাত ধোয়াতে হবে কেন? সে নিজে হাত ধোয়ে কখনো খাইনি,
নাকি প্যারালাইজড ?

★ মানুষকে দাওয়াত করে টাকা নেন কেন? অভাব বেশি?
তাহলে এই আয়োজনটা করতে কে বলছে?

★ ছেলেকে এই দিতে হবে, সেই দিতে হবে কেন? আরে তোমার ছেলে বউ পালতে পারবে না, বিয়ে করাচ্ছ কেন?
নাকি ছেলে বিক্রি করছ? বিক্রি করা ছেলেতো বউয়ের কথাই শুনবে।

★ মেয়েকে বিয়ের দিন এতো মেকাপ করতে হবে কেন?
মেয়ের মুখের উপর কী ঠাডা পরছে নাকি?

★ নতুন বউকে পর পুরুষ কোলে নিবে কেন ?
তাঁর পায়ে কী গঁজ আছে যে খোঁড়ায় হাটে !

★ দুলা ভাইকে শালীদের সাথে ডলাডলি করতে হবে কেন? নিজের বউ থাকতে শালীর সাথে দুষ্টামী কেন?
নাকি চরিত্রের দোষ আছে?

★ দুলা ভাইকে গেইট থেকে যুবতি মেয়েরা রিসিভ করবে কেন?
বাড়ির ছেলেরা কী হিজড়া হয়ে গেছে?

★ নতুন বউয়ের রুম সাজাতে ছেলেরা কেন? মেয়েরা কী হিজড়া হয়ে গেছে?

অনাচার গুলো আর কারো নয় আমাদেরই তৈরী! আমরা এর নাম দিয়েছি সামাজিক রীতি! তাই আসুন আমরা সবাই মিলে এসব ফালতু সামাজিক রিতি নিতি সমাজ থেকে দুর করি।

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন